অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে দুই দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৫৪

remove_red_eye

১৮৫

লালমোহন  প্রতিনিধি: কবি ও লেখকদের মিলন মেলায় ভোলার লালমোহনে দুই দিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে মেলার উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা পর্যায়ে সাহিত্যকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয়। ভোলা জেলা প্রশাসনের আয়োজনে বাংলা একাডেমির সমন্বয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় লালমোহন উপজেলা প্রশাসন এই মেলার ব্যবস্থা করে। উপজেলা অডিটরিয়ামে এতে সভাপতিত্ব করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ভোলা জেলা কালচারাল অফিসার তানবীর রহমান, এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভোলা আবৃত্তি সংসদ এর সভাপতি শামস-উল-আলম মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, সহকারী কমিশনার ভুমি ইমরান মাহমুদ ডালিম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কবি ও লেখকগণ অংশগ্রহণ করেন। সাহিত্য মেলায় লালমোহন উপজেলার সাহিত্য ও সংস্কৃতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কবি নুরুল আমিন। বেতুয়া সাহিত্য কুটির এর সভাপতি মো. জসিম জনির পরিচালনায় এসময় আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক বাশার ইবনে মমিন, আকলিমা বেগম, নজরুল ইসলাম জামাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামসহ আরো অনেকে।
মেলায় বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।





আরও...