অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় নিখোঁজের দুইদিন পর জেলের মরদেহ উদ্ধার


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৫২

remove_red_eye

৩১১

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় মেঘনায় নিখোঁজের দুইদিন পর এক জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই জেলের মরদেহ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
রোববার দুপুর সাড়ে ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রাম সংলগ্ন পূর্ব পাশের মেঘনার কুমার খাল থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার সকালে উপজেলার মনপুরা ইউনিয়নের তুলাতলী মসজিদ ঘাট সংলগ্ন মেঘনায় নিখোঁজ ছিলেন ওই জেলে।
নিখোঁজের পর উদ্ধার হওয়া মৃত জেলে হলেন, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের কলাতরীরচরের ১নং ওয়ার্ডের বাসিন্দা লুৎফুর রহমানের ছেলে মোঃ শাকিব (২৫)। তিনি সাইফুল মাঝির নৌকায় জেলে হিসাবে মাছ ধরতেন।
জানা যায়, শুক্রবার সকালে উপজেলার তুলাতলী মসজিদ ঘাট নদীর পাড় থেকে সাঁতরিয়ে মাছ ধরা নৌকায় উঠতে গিয়ে মেঘনার প্রবল স্রোতেরটানে ভেসে যায় জেলে শাকিব। পরে জেলেরা দ্রæত নৌকা চালিয়ে মেঘনায় খোঁজ করলেও খুঁজে পাননি নিখোঁজ জেলেকে। পরে নিখোঁজের দুইদিন পর রোববার দুপুর সাড়ে ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের পূর্বপাশের মেঘনার কুমার খাল থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলে শাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।