অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত কলেজ ছাত্র রবীনের চিকিৎসায় এগিয়ে আসুন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৩ রাত ১০:০৭

remove_red_eye

২২১

লালমোহন প্রতিনিধি : লালমোহন সরকারি শাহবাজপুর ডিগ্রী কলেজের মানবিক বিভাগের ১ম বর্ষের ছাত্র। মো: আলী জিন্নাহ (রবীন) বøাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতালে) বি বøক ১৫তলা বেড নং এমপি (৩) চিকিৎসাধীন।
লালমোহন উপজেলার ডাওরি চরলক্ষ্মী ৮নং ওয়ার্ড রাড়ি বাড়ির মো: নাসিমের একমাত্র পুত্র রবীন। বাবা নাসিম লালমোহন চৌরাস্তা লাইজু সু ষ্টোরে সামান্য বেতনে চাকুরী করেন। এই বেতনে সংসার চালিয়ে রবীনের চিকিৎসার জন্য কোন অর্থ থাকেনা। দিশেহারা  বাবা মা রবীনের চিকিৎসা চালাতে ব্যর্থ। এদিকে বøাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি রবীনের খোঁজ নিতে বৃহস্পতিবার হাসপাতালে ছুটে যান ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি রবীনের সুচিকিৎসার জন্য ডাক্তারের সাথে পরামর্শ এবং আর্থিক সহায়তা করেন।
এছাড়া লালমোহনের একদল মানবিক তরুন বøাড ক্যান্সারে আক্রান্ত মো: আলী জিন্নাহ (রবীন) এর জন্য লালমোহন বাজার থেকে কিছু টাকা সংগ্রহ করেছে। তবুও রবীনের পূর্ন সুস্থ হতে অনেক টাকার প্রয়োজন। চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যে পরিবারটি নি:স্ব হয়ে গেছে। ছেলেটির চিকিৎসা চালাতে সর্বস্তরের সহযোগিতা কামনা করেছেন পরিবার।
রবীনের বাবা মো: নাসিম এর ফোন নম্বর  ০১৭৩৩১২৪৯৪৫ ( বিকাশ)।





আরও...