অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে ১ কেজি গাঁজা সহ ৩ জন আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৩ রাত ০৯:৫১

remove_red_eye

৪৪৬

মলয় দে :  ভোলার চরফ্যাসনে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা সহ ৩ জন কে গ্রেফতার করেছে পুলিশ।আটককৃতরা হলেন মোঃ সজিব (২৪),মোঃ শাখাওয়াত হোসেন (২০),মোঃ রাসেল (২৩)।
আটককৃত মোঃ সজিব চরফ্যাশন উপজেলার দক্ষিন আইচা থানার বাবুরহাট নজরুল নগর ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আলমগীর হোসেনের ছেলে,আটককৃত মোঃ শাখাওয়াত হোসেন,শশীভূষণ ৩নং ওয়ার্ডের মৃত আঃ খালেক পÐিতের ছেলে ও আটককৃত মোঃ রাসেল এ ওয়াজপুর ৬নং ওয়ার্ডের মোঃ আলী আকবরের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ২৭ শে জুন রাত  ১১টা ৪৫ মিনিটে জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম'র দিকনির্দেশনায়,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন'র তত্ত্বাবধানে ও গোয়েন্দা শাখা (ডিবি) এর  এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে।এসময় ওই এলাকার সদর রোড হাসানাত সুপার মার্কেটের মেসার্স কামরুল ষ্টোরের মালিক মোঃ কামরুল পাটোয়ারী এর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১ কেজি গাঁজা সহ ওই ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
পুলিশ জানায় আটককৃত আসামীদের  বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।