অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনের পৌরসভার মেয়রসহ ৪ জনের নামে দুদকের মামলা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৩ রাত ১০:০০

remove_red_eye

৩৫৪

লালমোহন প্রতিনিধি: ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে ভোলার লালমোহন পৌরসভার মেয়রসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৫ জুলাই) দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৪৩ লাখ ৮৮ হাজার ৯১২ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলার আসামিরা হচ্ছেন, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম (তুহিন), সাবেক নির্বাহী প্রকৌশলী ধ্রæব লাল দত্ত বনিক, উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন ও ঠিকাদার মেসার্স রিয়াজ স্টোরের মালিক কামাল হোসেন রিয়াজ। এজাহারে বলা হয়, পরস্পর যোগসাজগে, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর অডিটোরিয়ামের (পার্ট-১, পার্ট-২ ও পার্ট-৩) নির্মাণ কাজ যথাযথভাবে না করে সরকারি ৪৩ লাখ ৮৮ হাজার ৯১২ টাকা আত্মসাৎ করেছেন আসামিরা।





আরও...