অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


সরকার মৎস্যজীবিদের জীবন-জীবিকা উন্নয়নে কাজ করছে: এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৩ রাত ০৯:৩৮

remove_red_eye

২৬৭

লালমোহন প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের মৎস্যজীবিদের জীবন-জীবিকার উন্নয়নে কাজ করছে। বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপে দেশের মৎস্যখাত এখন সমৃদ্ধ। মৎস্যজীবিরাও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বুধবার দুপুরে ভোলার লালমোহনে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শাওন আরো বলেন, আওয়ামী লীগ সাধারণ জনগণের সরকার। দেশের মানুষের কল্যাণে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপে দেশে এখন দরিদ্রের সংখ্যা কমেছে। তাই আগামী নির্বাচনেও বর্তমান সরকারকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আনা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে মৎস্যজীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।  
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. তানভীর আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।





আরও...