অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলার ইলিশায় মোটরসাইকেল ট্রলির সংঘর্ষে যুবক নিহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মার্চ ২০২০ রাত ০৩:২৩

remove_red_eye

৬৪৩



আকতারুল ইসলাম আকাশ : ভোলায় মোটরসাইকেল ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার  বেলা সাড়ে বারোটার দিকে ভোলা-ল²ীপুর মহাসড়কের ইলিশা তুলাতলি দেলু সাহেবের বাড়ির দরজা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চালকের নাম সোহাগ হোসেন (১৮)। সে উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত্যু বেলায়েত হোসেনের ছেলে । সে ঢাকায় টাইলস মেস্তুরী হিসেবে কাজ করতো। এদিকে ঘটনার পর থেকে ট্রলির চালক ও হেলপার পলাতক রয়েছে।     
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি ইলিশা থেকে ভোলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোডাউন এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রলির মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমারশীল জানান, নিহত চালকের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রলিটি পুলিশ হেফাজতে রয়েছে। চালক হেলপার পলাতক রয়েছে।