অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে জামাইয়ের আত্নহত্যা


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৩ রাত ০৯:৩৩

remove_red_eye

২৫৮

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় শ্বশুর বাড়িতে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে এক যুবক। তবে এই আত্নহত্যা ঘটনা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।
সোমবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জনতা বাজার সংলগ্ন শ্বশুর সাইদুল পাটোয়ারীর বাড়িতে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ভোলা হাসপাতালের মর্গে প্রেরণ করে।
আত্নহত্যা করা যুবক হলেন, মোঃ সুজন বেপারী (৩৫)। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জের পাতারহাট এলাকার বাসিন্দা মোঃ মজিবল বেপারীর ছেলে।
মৃত মোঃ সুজন বেপারীর স্ত্রী জানান, সন্ধ্যায় এনজিওর কিস্তির টাকার জন্য ফোন দেয়। ফোন কথা বলার পর থেকে তিনি চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষন পর ঘর বের হয়ে যায়। পরে গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করি। ততক্ষনে তিনি মৃত্যুবরণ করেন। পরে পুলিশে খবর দিই।
স্থানীয় একাধিক ব্যাক্তির সাথে আলাপ করে জানা যায়, মৃত সুজন বেপারী শান্ত প্রকৃতির ছিল। তাহার আতœহত্যা রহস্যজনক। যেই গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে গাছটি ওই যুবকের উচ্চতার চেয়ে ছোট।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার উনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আতœহত্যা করেছে। থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। তারপরও প্রকৃত রহস্য উদঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।