অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে সফল মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৩ রাত ০৯:২৩

remove_red_eye

২৮৩

দৌলতখান সংবাদদাতা: “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” ¯েøাগানে ভোলার দৌলতখান উপজেলায় প্রান্তিক মৎস্যচাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সভা শেষে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের মাঝে এ পুরস্কার বিতরণ করেন। এরআগে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে র‌্যালী ও মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃ সাইদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইনের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, থানার ওসি সত্য রঞ্জন খাসকেল সহ ইউপি চেয়ারম্যানগণ। পরে উপজেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে ২০ জন ক্যান্সার,হৃদরোগ ও স্ট্রোক প্যারালাইসিস রোগীর মাঝে চেক প্রদান করেন সংসদ সদস্য আলী আজম মুকুল।