অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে নারীকে কুপিয়ে জখম, আটক -১


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৩ রাত ০৯:২১

remove_red_eye

২৪৩

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ফুটবল খেলাকে কেন্দ্রকরে হামলায় সাজেদা (৩৫) কে কুপিয়ে জখম করেছে। এসময় ছারাতে গেলে তার স্বামী রফিজল ইসলামকে পিটিয়ে হাড়ভাঙ্গা জখম করেছে হামলাকারীরা। সোমবার সন্ধ্যায় আহতদের বসত ঘরে এ হামলার ঘটনা ঘটে। একই এলাকার জয়নালের ছেলে তছলিম ও মোসলেম, তছলিমের ছেলে রাব্বি, তছলিমের স্ত্রী নুরতাজ, মোসলেমের স্ত্রী ফাহিমা বেগমের বিরুদ্ধে এ হামলার অভিযোগ করেন আহতরা। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মামলা হয়েছে।  আহত রফিজল ইসলাম  অভিযোগ করে বলেন, ফুটবল খেলাকে কেন্দ্রকরে আমার ছেলে তনিক ও  হামলাকারী রায়হানের মধ্যে কথার কাটাকাটি হয়। তারই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিত ভাবে বাড়িতে এসে হামলা চালায় উল্লেখিত হামলাকারীরা । আমার স্ত্রী সাজেদা বেগমকে কুপিয়ে রক্তাক্ত কাটা জখম করে। আমি ছারাতে গেলে আমাকে পিটিয়ে হাড়ভাঙ্গা জখম করে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। তবে আহতদের মধ্যে সাজেদা বেগমের অবস্থা আশঙ্কা জনক হলে তাকে ভোলা সদর হাসপাতাল রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। আহত রফিজল বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় হামলাকারী রাব্বি নামক একজনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।