অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহন পৌরসভার মেয়র কাউন্সিলরদের বুধবার শপথ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০১৯ রাত ১০:০৯

remove_red_eye

৭২৫

 

মোঃ জসিম জনি, লালমোহন থেকে : ভোলার লালমোহন পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রায় ১ মাস পর আজ বুধবার বরিশালে বিভাগীয় কমিশনারের কাছে শপথ নিবেন তারা। এজন্য মেয়র ও কাউন্সিলররা প্রস্তুত রয়েছেন। গত ৩০ অক্টোবর নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশ হয়।
অক্টোবর পৌরসভার ১২ ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে প্রতিটি কেন্দ্রে ভোট সম্পন্ন হয়। নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন সর্বমোট ৬২ প্রার্থী, যাদের মধ্যে মেয়র পদে দু’জন, কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী ছিলেন।
পৌরসভায় ১৯ হাজার ১০০ ভোটের মধ্যে মেয়র পদে ১৩ হাজার ৬২৬ জনে ভোট প্রদান করে। ভোট প্রদানের হার ৭১.৩৪ ভাগ। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন (নৌকা) পেয়েছেন ১১ হাজার ৩০৩ ভোট। বিএনপি প্রার্থী সোহেল মোঃ আজীজ (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ২৬৫ ভোট। ৫৮টি ভোট বাতিল হয়।
১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের। ২নং ওয়ার্ডে কাউন্সিলর হন মোঃ হেলাল উদ্দিন (ডালিম)। ৩নং ওয়ার্ডে কাউন্সিলর হন মো: অহিদুর রহমান মাষ্টার (পানির বোতল)। ৪নং ওয়ার্ডে কাউন্সিলর হন রায়হান মাসুম (ডালিম)। ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর হন আলহাজ্ব ঈমাম হোসেন হাওলাদার (ডালিম)। ৬নং ওয়ার্ডে কাউন্সিলর হন জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারী (ডালিম)। ৭নং ওয়ার্ডে কাউন্সিলর হন জাহেদুল ইসলাম নবীন (টেবিল ল্যাম্প)। ৮নং ওয়ার্ডে কাউন্সিলর হন সাইফুল কবির (টেবিল ল্যাম্প)। ৯নং ওয়ার্ডে কাউন্সিলর হন আনোয়ার হোসেন হিরণ হায়দার (উটপাখি)। ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর হন সিরাজ মাতাব্বর (উটপাখি)। ১১নং ওয়ার্ডে কাউন্সিলর হন মো: ফরিদ উদ্দিন (ডালিম)। ১২ নং ওয়ার্ডে কাউন্সিলর হন মো: জসিম উদ্দিন ফরাজী (পাঞ্জাবি)।
সংরক্ষিত ওয়ার্ড-১ (১,২,৩ নং ওয়ার্ড) : কাউন্সিলর হন জান্নাতুল ফেরদাউস (জবাফুল)। সংরক্ষিত ওয়ার্ড-২ (৪,৫,৬ নং ওয়ার্ড) : কাউন্সিলর হন লুৎফা বেগম (অটোরিক্সা। সংরক্ষিত ওয়ার্ড-৩ (৭,৮,৯ নং ওয়ার্ড) : কাউন্সিলর হন দুলি বেগম (আনারস)। সংরক্ষিত ওয়ার্ড-৪ (১০,১১,১২ নং ওয়ার্ড) : কাউন্সিলর হন ফেরদাউস (চশমা।