অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ইয়াবাসহ ৫ জন গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২০ রাত ০২:০৩

remove_red_eye

৭৫৭


 আবদুল আজিজ,বোরহানউদ্দিন  :  ভোলা বোরহানউদ্দিন উপজেলায় বোরহানগঞ্জ এলাকার আ: রবের ঘর হতে ১১৫ পিচ ইয়াবা সহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত অনুমান সোয়া ১১ টার দিকে তাদেরকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ এর তত্ত¡াবধানে এসআই মো. বেলাল হোসেন, এস.আই সফিকুল ও লিটন সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাতে বোরহানগঞ্জ এলাকার আ: রবের ঘর হতে ১১৫ পিচ ইয়াবা উদ্ধার করে। এ সময় ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ আঃ রব ওরপে রবু মুন্সি (৪৫) , মোঃ কাজল গদা ওরপে ফরাজী (৪০) , বিপুল দাস ওরপে বিজয় (৩৫) বাবুল হাজি (৪৫) , মোঃ মহাসিন মুন্সি (২২)।  এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার মামলা করা হয়। যার  নং-১০, তারিখ-১০-০৩-২০২০ইং।  ধারা- মাদক
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম. এনামুল হক জানান, মাদকের বিরুদ্ধে অব্যাহত অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। মাদক সহ যে কোন অপরাধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।