অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে মেয়র কাপ ফাইনালে ওয়েষ্টার্ন ক্লাব চ্যাম্পিয়ন


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে জুলাই ২০২৩ রাত ১০:১৪

remove_red_eye

৩০৯

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেয়রকাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে শক্তিশালী ওয়েষ্টার্ন ক্লাব ইয়াং ষ্টারকে ২৪  রানে পরাজিত করে।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের ম্যানেজার সাজ্জাদুর রহমান ইভানের  হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন।
টসে জিতে নির্ধারিত ১৫ ওভারে ওয়েষ্টার্ন ক্লাব ১৪৫ রান করে। জবাবে ইয়াং ষ্টার ১৪ ওভারে ১২১ রান করতে সমর্থ হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন,আলী আজম মুকুল এমপি,উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম প্রমুখ।
টাইগার স্পোর্টিং ক্লাব ওই টূর্ণামেন্টের আয়োজক। সার্বিক সহযোগীতা করছে স্থানীয় ক্রিড়া সংগঠন খেলোয়াড় কল্যাণ সংস্থা।