অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন উপকরণ বিতরণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে জুলাই ২০২৩ রাত ০৯:৩৮

remove_red_eye

২৮১

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে ৯০ জন গ্রাম পুলিশকে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গ্রাম পুলিশদের হাতে এসব সামগ্রী তুলে দেন ইউএনও অনামিকা নজরুল। এরমধ্যে ছিল- পোশাক, জুতা, মোজা, বেল্ট, ছাতা এবং টর্চ লাইট।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, গ্রাম পুলিশরা প্রত্যান্ত এলাকার  আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেন। তাদের জন্যই গ্রাম-গঞ্জে অপরাধ প্রবণতা কমছে। এসব সামগ্রী পেয়ে তারা আরো সুন্দরভাবে কাজ করতে পারবে বলে মনে করছি।





আরও...