অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে ভার্কের এডভোকেসি ওয়ার্কসপ অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই মার্চ ২০২০ রাত ০২:০৪

remove_red_eye

৭৮৮



লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে ভার্কের এডভোকেসি ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর আয়োজনে ও প্লান বাংলাদেশ এর সহযোগীতায় সাউথ এশিয়া ওয়াশ রেজাল্টস্ প্রকল্পের এ এডভোকেসি সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই প্রকল্পের অন্যতম কর্মসূচী সাবান দিয়ে হাত ধোয়া গুরুত্বপূর্ণ বিষয়। সারা বিশ্বে আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাসকে প্রতিহত করতে হলে সাবান দিয়ে হাত ধোয়ার কোন বিকল্প নেই।
স্বাগত বক্তব্য রাখেন ভার্কের প্রকল্প ব্যবস্থাপক কামরুল ইসলাম। অন্যদিকে উপজেলা সমন্বয়কারী সামছুল হক তার বক্তব্যে উল্লেখ করেন, এই প্রকল্পের মাধ্যমে ১৩৩৯২ টি ল্যট্রিন মেরামত ও ৪৩২১  টি ল্যাট্রিন নতুন স্থাপন করেছেন। ১৯৬৭০ টি পরিবারকে হাত ধোয়ার আওতায় এনেছেন। ৩৭টি গভীর নলকূপ স্থাপন ও ৬৪ টি নলকূপ মেরামত করেছেন।
উপজেলা ভার্কের কমিউনিটি ডেভল্পমেন্ট অফিসার সুমনা ইয়াছমিনের পরিচালনায় সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং লর্ডহাডিঞ্জ, রমাগঞ্জ, পশ্চিম চর উমেদ, ধলিগৌর নগর ও চরভুতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।