অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে ডাকাতির ঘটনায় তিন জন গ্রেফতার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জুলাই ২০২৩ রাত ০৯:৩৬

remove_red_eye

২২৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ডাকাতির ঘটনায় করা মামলার ২৪ ঘণ্টার মধ্যে তিন ডাকাত কে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার লালমোহন ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়। আটককৃতরা হলেন লালমোহন ইউনিয়নের ৯নং ওয়ার্ড দেওয়ান কান্দি গ্রামের মৃত সৈয়দ আহমদ দেওয়ানের ছেলে তাজউদ্দীন ওরপে তাজু ডাকাত (৪৫), ৬নং ওয়ার্ড দক্ষিণ ফুলবাগিচা গ্রামের সামছুদ্দিন ওরপে সামছু ডাকাতের ছেলে সাইফুল ইসলাম (২০) ও ফজলুল হক সওদাগরের ছেলে শামীম (২৮)। এ সময় আটককৃতদের কাছ থেকে ডাকাতিকালে ব্যবহৃত যন্ত্রাংশসহ মালামাল উদ্বার করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গত ২০ জুলাই বৃহস্পতিবার রাতে কালমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আনোয়ার হোসেন নামে এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ জুলাই শুক্রবার আনোয়ার হোসেন বাদি মামলা দায়ের করেন। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৩ ডাকাত কে আটক করতে সক্ষম হই। শনিবার দুপুরে তাদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।





আরও...