অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিবাহ


এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ১০ই মার্চ ২০২০ রাত ০১:৫৭

remove_red_eye

৭২৩



এ আর সোহেব চৌধুরী, ভোলা থেকে : ভোলার চরফ্যাশনে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেলো এক ছাত্রী। সোমবার উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের বাসীরদোন এলাকায় ওই ছাত্রির বাড়িতে বিয়ের পূর্ব মূহুর্তে বিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। মেয়েটি চেয়ারম্যানবাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রি। এসময় জাল জন্ম সনদের মাধ্যমে বয়স বাড়িয়ে মেয়েকে বাল্য বিবাহ দেওয়ার প্রস্তুতি নেওয়ার দায়ে ওই ছাত্রির পিতা মোঃ তাজল ইসলামকে প্রশাসন কর্তৃক উপজেলায় নিয়ে আসা হয়। নির্বাহী কর্মকর্তা বলেন, স্থানীয় এলাকাবাসি ৯৯৯ নম্বরে ফোন দিলে তিনি মেসেজ পান। পরে স্থানীয় চেয়ানম্যানের মাধ্যমে বিয়ে ও বৌভাত অনুষ্ঠান বন্ধ করে কনে ও তার পিতাকে উপজেলায় নিয়ে আসা হয় এবং চেয়ারম্যানের জিম্মায় ১৮ বছরের পূর্বে বিয়ে দেওয়া হবেনা মর্মে লিখিতভাবে মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়।