অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় নদীর মাছ বিক্রি করায় ১১ জনকে জেল জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২০ রাত ০১:৫৬

remove_red_eye

৫১০




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীর মাছ বিক্রি করার অভিযোগে ১১ মাছ ব্যবসায়ীকে জেল জরিমানা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত এই জেল জরিমানা প্রদান করেন। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৪০মণ মাছ জব্ধ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানান, মার্চ ও এপ্রিল ২ মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় অভয়আশ্রমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে সকল প্রকার মাছ ধরা ও সেই মাছ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার নদী থেকে মাছ ধরে বিক্রির অভিযোগে সোমবার দুপুরে ভোলা শহরের কিচেন মার্কেটে ও ইলিশা মৎস্যঘাটে  ভ্রাম্যমান আদালতসহ মৎস্য বিভাগ , পুলিশ ও র‌্যাব পৃথক  অভিযান চালিয়ে ১১ মাছ ব্যবসায়ীকে আটক করেন। এ সময় মাছ ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৪০ মণ ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম ৭ জনকে ১ বছর কারাদন্ডসহ ৫ হাজার টাকা জরিমান,অনাদায়ে আরো ১মাস জেল এবং অন্য ৪ জন মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা প্রদাণ করেন।  ১ বছর কারাদন্ড প্রপাপ্ত মাছ ব্যবসায়ীরা হলেন, মো: মনির,আবদুর রব,শফিক,মাকসুদ আলম, আবু তাহের,আরিফ,সামসুদ্দিন।  এছাড়া জব্দকৃত মাছ অসহায় দুস্থদের মাছে বিতরণ করা হয়।