অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে স্ত্রী শ্বাশুড়িসহ ইউপি সদস্য আটক


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই মার্চ ২০২০ রাত ০৩:২৪

remove_red_eye

৫১৬



লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে রিকশা চালক হত্যাকান্ডে জড়িত সন্দেহে লোকমান হোসেন নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার রায়চাঁদ এলাকা থেকে তাকে আটক করা হয়। লোকমান হোসেন, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য। এর আগে রিকসা চালক আরিফ হোসেনকে হত্যার সন্দেহে তার স্ত্রী রুবিনা ও শ্বাশুরি জাহানারাকে আটক করা হয়। আটকের পর তাদের ৪দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, গত ২৭ ফেব্রæয়ারী রমাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আরিফ হোসেন নামের এক রিকশা চালককে তার শশুড় বাড়ি এলাকায় দুর্বৃত্তরা হত্যা করে পুকুর পারে লাশ ফেলে রাখে। পরদিন আরিফের মা মমতাজ বেগম বাদী হয়ে নিহত আরিফের স্ত্রী রুবিনা বেগম এবং শাশুড়ি জাহানারা বেগমকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। আরিফের বাড়ি একই ইউনিয়নের পূর্ব চরউমেদ গ্রামে। গত ১ বছর যাবৎ শ্বশুর বাড়িতে বসবাস করতো আরিফ। তাদের সংসারে দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে। লোকমান মেম্বার ওই মামলার সন্দেহভাজন আসামী। এ ছাড়া লোকমান মেম্বারের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।