অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:২২

remove_red_eye

২৭৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৬৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। গতকালও এই রোগে একজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৭৪৩ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ৫০৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১০৯ জনের। সংক্রমণ বেড়েছে দশমিক ০৪ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩৫ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৪ দশমিক ৩১ শতাংশ।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ১৮০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৯১৩ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১০ হাজার ৮১৫ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৮ শতাংশ।

সুত্র বাসস