অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২০ রাত ০৩:০৫

remove_red_eye

৫৩৬




বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় জেলা আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। শনিবার সকালে ভোলা জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীরা পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান। পরে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট জুলফিকার আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু। এসময় বক্তব্য রাখেন,সহ সভাপতি এ্যাডভোকেট আশরাফ হোসেন লাভু, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার,যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনুস,শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো: শাহে আলম,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী নেওয়াজ পলাশ,জেলা যুবলীগের সাধারন সম্পাদক আতিক রহমান,সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মুজাহিদুর রহমান তুহিন ,তাতী লীগের ফরমান প্রমুখ। এ সময় বক্তারা, ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষনের গুরুত্ব তুলে ধরেন।