অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৩ রাত ০৮:৫২

remove_red_eye

৩৩২

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে সৌদি প্রবাসীর স্ত্রী তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতে মামলা করেছে ভিকটিম। আদালত থেকে মামলা প্রাপ্তি হয়ে মঙ্গলবার দৌলতখান থানায় মামলা রুজু হয়। অভিযুক্ত জাকির হোসেন পৌরসভা ৯ নং ওয়ার্ডের নুরু ব্যাপারীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
 
ঘটনার সম্পর্কে জানতে চাইলে ভিকটিম জানান, আড়াই বছর আগে ছেলের পোষাক কিনতে গিয়ে একই এলাকার গামেন্টস ব্যবসায়ী জাকির হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে জাকির হোসেন তাঁর মোবাইল নাম্বারে প্রায়ই তাকে উত্যক্ত করতো। গত শুক্রবার (৭জুলাই) মধ্যরাতে স্বামীর বসতঘরে ঢুকে তার কক্ষে এসে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরদিন চিকিৎসার জন্য দৌলতখান হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। দৌলতখান পৌরশহরে জাকির হোসেনের রাফসান ফ্যাশন এন্ড টেইলার্স নামে একটি গামের্ন্টসের দোকান রয়েছে। ভিকটিমের শ্বশুর জানান,ডাক-চিৎকার শুনে ছেলের বউয়ের কক্ষে গিয়ে জাকির হোসেনকে দেখতে পাই। পরে প্রতিবেশীরা ছুটে এসে জাকির হোসেনকে আটক করলে ঘটনাস্থল থেকে সে সটকে।
দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন খাসকেল জানান, এ ঘটনায় ভিকটিম আদালতে মামলা করেছে। আদালত থেকে প্রাপ্তি হয়ে থানায় মামলা রুজু হয়েছে।