অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় যাত্রীবাহি লঞ্চ থেকে ইয়াবাসহ ১ যাত্রী আটক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০১৯ রাত ০৯:০৯

remove_red_eye

৯৯০

 

জুয়েল সাহা : ভোলার ইলিশা জংশন এলাকার একটি যাত্রীবাহি লঞ্চ থেকে ইয়াবাসহ মোঃ হেলাল উদ্দিন (৪৮) নামে এক যাত্রীকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। আটককৃত হেলাল উদ্দিন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার বাহের চর গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে।
কোস্টগার্ড দক্ষিন জোনের লে. ওয়াসিম আকিব জাকির তথ্য নিশ্চিত করে জানান, শনিবার দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর জেলার মজু চৌধুরী ঘাট থেকে বরিশালে উদ্যেশে ছেরে আসা যাত্রীবাহি চন্দ্র দ্বীপ লঞ্চটি ভোলা ইলিশা জংশন ঘাটে আসলে তল্লশী চালানো হয়। এসময় মোঃ হেলাল উদ্দিন নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশী করে ৮০০ পিস ইয়াব ট্যাবলেট পাওয়া যায়। ওই সময় ইয়াবাসহ ওই যাত্রীকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়।