অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


প্রতারনা থেকে বাঁচতে সহযোগীতা চেয়ে সাংবাদিক সম্মেলন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মার্চ ২০২০ রাত ০২:৫৪

remove_red_eye

৫৮১


চরফ্যাসন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী এসএম ইশতিয়াক আহমাদ এক প্রতারক নারীর খপ্পড় থেকে বাঁচতে সকলের সহযোগিতা চেয়ে শনিবার বিকেলে চরফ্যাশন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন চরফ্যাশনের সালমা বেগম নামের এক নারী পেশাদার প্রতারক। মামলার ফাঁদে ফেলে পুরুষদের থেকে টাকা অদায় করা তার নেশা। ইতিমধ্যে সে অসংখ্য পুরুষকে ফাঁসিয়েছেন । যাদের মধ্যে স্বামী দাবী করে ২ জনের বিরুদ্ধে তিনি মামলা করেছেন এবং এমন ৬টি মামলা চরফ্যাশন ও ভোলা আদালতে চলমান আছে। সালমা বেগম তার বিরুদ্ধেও  স্বামী দাবী করে একটি মামলা করেছেন দাবী  করে মামলা থেকে বাঁচতে টাকা চেয়ে মোবাইল ফোনে ঘুম খুনের ভয় দেখাচ্ছেন। যদিও ওই মামলায় আসামীর নাম উল্লেখ করেছেন মনির হোসেন লোকমান। মামলার নামের ব্যাক্তি এসএম ইশতিয়াক আহমাদ নয় বলে দাবি করেন।
তিনি জানান, ওই নারীকে তিনি চিনতেন না এবং তার সাথে পূর্ব পরিচয়ও  ছিলনা। মামলার আরজির বর্ননা  সম্পূর্ন মিথ্যা  ও বানোয়াট। এ ছাড়া তার ছবি দিয়ে মিডিয়ার মিথ্যা অপপ্রচার ছড়িয়ে সামাজিক মর্যাদা ক্ষুন্ন করছে ওই নারী।
এ ব্যাপারে সালমা বেগমের বক্তব্য নিতে ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি।