অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বোরহানউদ্দিনে জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২০ রাত ০২:৫২

remove_red_eye

৬২৮




বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৪৮০ জেলেরকে চল্লিশ কেজি করে চাল তুলে দেন স্থানীয় সংসদ সদস্য (ভোলা-২) আলী আজম মুকুল। এ সময় পক্ষিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাগর হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মার্চ ও এপ্রিল এই দুইমাস নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলার ৭০ হাজার ৯৩৭টি জেলে পরিবারের জন্য ৪০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার।