অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ভোলায় প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২০ রাত ০২:৫১

remove_red_eye

৪২৮




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে  ভোলায়  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে   শনিবার সকালে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক। অতিরিক্ত জেলা প্রশাসক (স্বার্বিক) মোঃ আতাহার মিয়ার সভাপত্বিতে উপস্থিত ছিলেন,ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক মাহামুদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারি বে-সরকারি দপ্তরের কর্মকতারা।
এসময় বক্তারা বলেন, বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে ঐতিহাসিক ৭ই মার্চ এক অন্যান্যদিন। ১৯৭১ সালের এই দিনে রেসকোর্স ময়দানে এক বিশাল জনসমুদ্রে দাড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এসময় জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ই মার্চেও গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।