অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে দুর্বৃত্তের বিষে মরলো খামারের ১০ লাখ টাকার মাছ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই জুলাই ২০২৩ রাত ০৯:৩৬

remove_red_eye

২৫৬




লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে দুইটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগের মাধ্যমে অন্তত ১০ লাখ টাকার মাছের পোনা মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরমোল্লাজী গ্রামে এ ঘটনা ঘটে। এই ক্ষতিতে দিশেহারা ও হতভম্ব হয়ে পড়েছেন ঘের মালিক মো. সবুজ।
তিনি জানান, বিগত কয়েক বছর ধরে নিজ বাড়ির দরজায় ৫ একর জমিতে ৩টি ঘেরে মাছের চাষ করছেন। সম্প্রতি সেখানের একটি ঘেরের পানি সেচ করায় ওই ঘেরের মাছ অন্য দুইটি ঘেরে নিয়ে রাখা হয়। এছাড়া কিছুদিন আগে ওই দুই ঘেরে আরো পাঁচ লক্ষ টাকার পাঙ্গাশ ও তেলাপিয়ার পোনা ছাড়েন তিনি। তবে শনিবার রাতে আকস্মিকভাবে দুর্বৃত্তদের দেওয়া বিষে মরে যায় মাছগুলো। এতে সব মিলিয়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়ে তার। এ ঘটনায় লালমোহন থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান ভুক্তভোগী মো. সবুজ। এরআগেও একাধিকবার দুর্বৃত্তদের দেওয়া বিষে ঘেরের চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা মেরে ফেলে হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





আরও...