অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় জাতীয় পাট দিবসে র‌্যালী আলোচনা সভা


মুহাম্মদ মুসলিম

প্রকাশিত: ৭ই মার্চ ২০২০ রাত ০৩:৩৯

remove_red_eye

৪৯৫

 সোনালী আশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে  শুক্রবার সকালে ভোলা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। পাট দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে বর্ণাঢ্য এক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমানের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আতাহার মিয়া। এসময়  আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মামুন আল ফারুক, জেলা খাদ্য কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান রাজু, ভোক্তা অধিকারের সহোকারী পরিচালক মোঃ মাহামুদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পাট চাষিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা,পাটজাত পন্য ব্যবহার ও তার গুরুত্ব তুলে ধরেন।