বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৩ রাত ০৮:০৩
১৮৬
সৌদি আরবের রাজধানী রিয়াদ হতে ৩৫০ কিমি পূর্বে আল আহসা শহরের হুফুফ ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি সোফা কারখানায় অগ্নিকান্ডে নয় বাংলাদেশী ও এক ভারতীয় সহ মোট ১০জন নিহত হয়েছেন।
এই মর্মান্তিক ঘটনায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
গতকাল স্থানীয় সময় বিকেল ৪টার দিকে আলআহসা ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি সোফা কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৯ অভিবাসী বাংলাদেশী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনা সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে কাউন্সেলর (শ্রম) মুহাম্মাদ রেজায়ে রাব্বী দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। দূতাবাসের কর্মকর্তাগণ ঘটনাস্থল, হুফুফ কিং ফাহাদ হাসপাতাল মর্গ এবং সিভিল ডিফেন্স কার্যালয় পরিদর্শন করেন ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধারকৃত বাংলাদেশী কর্মী বিপ্লব হোসেন ও মো. জুয়েল হোসেন দূতাবাস প্রতিনিধিকে জানান, একজন ভারতীয় নাগরিকের পরিচালনাধীন সোফা কারখানাটিতে ১৪ বাংলাদেশী কর্মী কাজ করতেন। শুক্রবার জুমার নামায শেষে খাওয়া দাওয়া করে কারখানার উপরের আবাসনে কর্মীরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ নীচ থেকে আগুন আগুন চিৎকার শুনে তারা দুজন দ্রুত সিড়ি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। চারদিকে কালো ধোঁয়ায় অন্ধকারে প্রবেশপথ আচ্ছন্ন হয়ে যায়। তারা অনুমানের উপর নির্ভর করে সুস্থ অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন। কিন্তু অন্য সহকর্মীরা কালো ধোঁয়ায় নি:শ্বাস বন্ধ হয়ে মারা যান। তিন কর্মী ঘটনার সময় কারখানার বাইরে থাকায় তারা দুর্ঘটনা থেকে বেঁচে যান।
দুর্ঘটনায় নিহত বাংলাদেশী শ্রমিকরা হলেন, মো. রুবেল হোসাইন (পাসপোর্ট নম্বর: ইঈ ০২৩৭০৫৫) পিতা- জফির উদ্দিন, গ্রাম-বারইপাড়া, পো. ও উপজেলা-বাগমারা, জেলা, রাজশাহী; মোহাম্মদ উবায়দুল (ইকামা নম্বর: ২৩৮৪১৯৭৮৯৯), পিতা-মো. দবির উদ্দিন, গ্রাম-খাজুরা চান্দপুর, পো.-জনার্ধন বাটী, উপজেলা-নলডাংগা, জেলা-নাটোর; রমজান (ইকামা নম্বর: ২৪৭২৪৭০৫৮৮), পিতা-আইজাক প্রামানীক, গ্রাম-ঝনঝনিয়া, পো.-শাহগুলা, থানা-আত্রাই, জেলা-নওগা; মোহাম্মদ সাজেদুল ইসলাম (পাসপোর্ট নম্বর: অঊ৬৩২৬৮৪১), পিতা- জমির, গ্রাম-বারইপাড়া, পো.-বাগমারা, থানা-বাগমারা, রাজশাহী; আরিফ (ইকামা নম্বর: ২৫৩৫১৭৬৩৩৯), পিতা-মো. শাহাদাত হোসাইন, গ্রাম-বারইপাড়া, পো. ও থানা-বাগমারা, রাজশাহী; বারেক সরদার (ইকামা নম্বর: ২২৪৭৪৩৯৮৫০), পিতা-রহমান সরদার, গ্রাম-উদয়পুর, পো.-ভাংগা জাঙ্গাল, থানা,-আত্রাই, জেলা-নওগাঁ; মো. জুবায়েত ঢালী (পাসপোর্ট নম্বর: ইড ০৬৭৩৪০৭), পিতা-ইউনুস ঢালী, গ্রাম-সস্তান, পো. ফাসিয়াটুলা, উপজেলা-কালকিনি, জেলা-মাদারীপুর; সাইফুল ইসলাম (ইকামা নম্বর: ২৫২৯৯২২৩২৬), পিতা- মৃত আলাউদ্দীন, গ্রাম- হেমায়েতপুর-বলিয়ারপুর, পো.-নগরকুন্দা, উপজেলা-সাভার, জেলা-ঢাকা এবং মো. ফিরুজ আলী সরদার (পাসপোর্ট নম্বর: ঊঊ ০৫৮১২৭৪), পিতা-মো. আনিসুর রহমান সরদার, গ্রাম-বড় মাধাইমুরি, পো.-কাতিলা, থানা-বাগমারা, জেলা-রাজশাহী।
রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তিনি মৃতদের পরিবারের ইচ্ছা অনুযায়ী মৃতেদেহ দ্রুত বাংলাদেশে পাঠানো বা স্থানীয়ভাবে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য শ্রমকল্যাণ উইংকে নির্দেশ প্রদান করেছেন। রিয়াদস্থ শ্রম কল্যাণ উইং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সুত্র বাসস
ভোলায় আবাসিক গ্যাস সংযোগসহ ৫ দফা দাবিতে মশাল মিছিল
ত্যাগ স্বীকার ব্যতীত কোন কিছু অর্জন করা যায় না : সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ
মেঘনা নদীতে কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কায় এমভি সম্পদ লঞ্চ ক্ষতিগ্রস্ত
ভোলা থেকে ঢাকায় নেয়ার পথে সিএনজি গ্যাস পরিবহনের ৪টি গাড়ি আটকে দিলো ছাত্র জনতা
চরফ্যাসনে দিনমজুর মাসুদ হত্যা মামলার প্রধান আসামী মো. আল আমিনকে গ্রেপ্তার
দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে : হাফিজ ইব্রাহিম
লালমোহনে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
মনপুরা হাসপাতালে বেড়েছে সেবার মান, রয়েছে জনবল সংকট
ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা
লন্ডনে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির নেপথ্যে
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত