অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় বাল্যবিবাহ করতে গিয়ে বরসহ ৩ জন শ্রীঘরে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০১৯ রাত ১০:২৫

remove_red_eye

৮৮৩

মনপুরা প্রতিনিধি : ঢাকা থেকে বরযাত্রী মনপুরায় এসে বালবিবাহ করার সময় বরসহ তিন জনকে আটক করে জেল দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ।

সোমবার রাতে উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের ৯ নং ওয়ার্ডে লোকমানের বাড়িতে বাল্য বিবাহ করার সময় আটক করা হয়।

আটককৃতরা হলেন, বর আতিকুর রহমান (৩৩), ঢাকার ইসলামপুর ধা¤্রাই নিবাসী মোঃ সোলায়মানের ছেলে। বরযাত্রীরা হলেন, মতিয়ার রহমান(৩৪), ধা¤্রাই নিবাসী শফিকুল ইসলামের ছেলে, মাদু নোয়াখালী হাতিয়ার শূন্যের চর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে, মোঃ মিলন মানিকগঞ্জ সিংগাইর ধরলা ইউনিয়ন নিবাসী মজিবর রহমানের ছেলে। এদের মধ্যে ভ্রাম্যমান আদালতের বিচারক বর আতিকুর রহমানকে ১ বছরের জেল ও অপর ৩ জনকে ৬ মাসের জেল দেওয়া হয়েছে।

পরে মঙ্গলবার দুপুরে আসামী বরসহ তিন বরযাত্রীদের ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, কনের বাড়ি ভোলার বোরহানউদ্দিনের হাকিমউদ্দিনে। বরের বাড়ি ঢাকার ইসলামপুরের ধা¤্রাই।
বোরহানউদ্দিনে পুলিশের ভয়ে মনপুরায় লোকমানের বাড়িতে বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল। তবে এই ঘটনার সাথে জড়িত মনপুরার লোকমান ও জসিম পলাতক রয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ জানান, গোপনে খবরে বাল্য বিবাহ করার সময় আটক করে বরকে ১ বছর ও অপর তিন জনকে ৬ মাসের জেল দেওয়া হয়েছে।