অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ইউক্রেনের শস্য চুক্তি ঘিরে রাশিয়ার কোনো দাবিই পূরণ করা হয়নি: পুতিন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৩ বিকাল ০৫:৪৩

remove_red_eye

২০৩

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনকে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি করার অনুমতি দেয়ার চুক্তি অনুযায়ী রাশিয়ার কোন দাবিই পূরণ করা হয়নি।
পুতিন একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে কিছুই করা হয়নি, কিছুই করা হয়নি। সবই একতরফা।’
মস্কো তার নিজস্ব রপ্তানিতে স্থায়ী বাধার কারণে বারবার চুক্তি  থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে। রাশিয়া মেয়াদ বাড়াতে রাজি না হলে শস্য চুক্তির মেয়াদ ১৮ জুলাই শেষ হবে। খবর এএফপি’র।
২০২২ সালের জুলাই মাসে, ইউক্রেনীয় শস্য রপ্তানি পুনরায় শুরু করার অনুমতি  দেয়ার চুক্তি স্বাক্ষরিত হওয়ার পাশাপাশি রাশিয়ান খাদ্য ও সার অবাধ রপ্তানিতে একটি সমান্তরাল সমজোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।
‘আমরা ভাবব কী করা যায়, আমাদের হাতে আরও কিছু দিন আছে’ এ কথা উল্লেখ করে পুতিন বলেন, ‘আমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হলে আমরা মেয়াদ বাড়িয়ে দেব।’ রুশ  নেতা আরো বলেন যতদিন লাগে তিনি অপেক্ষা করতে প্রস্তুত।
চুক্তিটির মধ্যস্থতাকারি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বুধবার বলেন, তিনি চুক্তিটি রক্ষা করতে মস্কো ও কিয়েভের সাথে কাজ করছেন।
চুক্তিটি এখনও পর্যন্ত ইউক্রেনকে কৃষ্ণ সাগর বন্দর থেকে ৩২ মিলিয়ন টন শস্য ও খাদ্যদ্রব্য রপ্তানির অনুমতি দিয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রুশ হামলাকারী ড্রোন এই সপ্তাহে একটি বন্দরে শস্য স্থাপনা লক্ষ্যবস্তু করেছে।

সুত্র বাসস





আরও...