অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সিইউকেপি সাহিত্য পুরস্কার ঘোষণা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৩ বিকাল ০৫:২৯

remove_red_eye

৩৫৮

কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘সিইউকেপি সাহিত্য পুরস্কার ও অর্থ সম্মাননা’ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনের প্রতিষ্ঠাতা আর মজিব ও পরিচালনা পরিষদের সভাপতি কবি এনাম আনন্দ এ পুরস্কার ঘোষণা করেন।
এবার পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক কানিজ পারিজাত (ছোটগল্প), প্রাবন্ধিক শামসুল হক বাবু (প্রবন্ধ), গল্পকার রব্বানী সরকার (গল্প), শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ (শিশুসাহিত্য), কবি ফখরুল হাসান (কবিতা)।
কুমিল্লা কবি পরিষদের আয়োজনে আগামীকাল ১৪ জুলাই রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ হল রুমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার ও অর্থ সম্মাননা তুলে দেওয়া হবে।

সুত্র জাগো