অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে স্মার্ট কার্ডে এবি ব্যাংকের কৃষি ঋণ বিতরণ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৩ রাত ১০:১৮

remove_red_eye

২৫০

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে স্মার্ট কার্ডের মাধ্যমে এবি ব্যাংক কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় বোরহানউদ্দিনের জেলা পরিষদ অডিটরিয়ামে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ হাজান ৩০০ কৃষকের মাঝে ওই ঋণ বিতরণ কর্যক্রমের উদ্বোধন করেন।
ঋণ বিতরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  এবি ব্যাংকের প্রেসিডেন্ট এবং
ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, সম্মানিত অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহি পরিচালক (বরিশাল অঞ্চল) স্বপন কুমার দাশ, বিশেষ অতিথি এবি ব্যাংকের চেয়ারম্যান ব্যারিষ্টার খায়রুল আলম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহি অফিসার নওরীন হক।
এ সময় পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন।