অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই মার্চ ২০২০ রাত ০২:৫৯

remove_red_eye

১৭৬৭




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে  ভোলায় সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে প্রাঙ্গণে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ অধ্যক্ষ  প্রফেসর মোঃ ইসরাফীলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। এ সময় বক্তারা  শিক্ষার্থীদের উদ্দেশ্য  বলেন,  পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে প্রকৃত মানুষ হওয়ার পথ বিকশিত করে। তাই সকলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তাহলেই সমাজের সকল খারাপ কাজ থেকে বিরত থেকে মেধা ও মনন বিকশিত হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ভোলা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া,  সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ নাসির আহমদ ও সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ ও সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন। বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা উৎযাপন কমিটির আহবায়ক ছিলেন, কলেজের এ ইতিহাস বিভাগের প্রধান মোঃ হুমায়ুন কবির ।