অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে জনসচেতনতায় ঘূর্ণিঝড় প্রস্তুতি মহড়া


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই মার্চ ২০২০ রাত ০২:৪০

remove_red_eye

৫৪৮



লালমোহন প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে ঘূর্ণিঝড় বিষয়ক জনসচেতনতা মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বিকেল ৪টা উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে হোসনে আরা বেগম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে ও ঘূর্ণিঝড় প্রস্তুুতি কর্মসূচি (সিপিপি) লালমোহন অর্থায়ন করেন।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি'র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ
স¤পাদক ফখরুল আলম হাওলাদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সহকারী পরিচালক (সিপিপি) মুন্সী নূর মোহাম্মদ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ১৯৭০ সালের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তখন মানুষ সচেতন ছিল না। বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম-গঞ্জে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন।