অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই জুলাই ২০২৩ রাত ১১:২৮

remove_red_eye

২৭৯

তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহে আলমের উপর হামলাকারীদের বিচার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১১জুলাই) বেলা ১২ টার দিকে সোনাপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন স্বপন জানান,সহকারী শিক্ষক মোঃ মাহে আলমের উপর হামলাকারীদের সাথে জমিজমা বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত ৬ জুলাই দুপুরে পরিকল্পিত ভাবে দা বটি লাঠিসোটা নিয়ে অভিযুক্ত মোঃ,ভুট্টো, ইব্রাহীম, নাহিদ, জিহাদ, পিয়ারা বেগমরা সন্ত্রাসী কায়দায় এলোপাতাড়ি বাড়িতে হামলা করে । এসময় মারপিট করে কুপিয়ে শিক্ষক মাহে আলমকে রক্তাক্ত জখম করে। তাকে প্রথমে তজুমদ্দিন হাসপাতালে পরে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। এঘটনায় মামলা হলেও চিহ্নিত আসামিরা এখনো গ্রেফতার হয়নি। মানববন্ধনের মাধ্যমে আমরা এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও অপরাধীকে গ্রেফতার করে দ্রæত বিচারের আওতায় আনার দাবী জানান।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ সাংবাদিকদের বলেন,  হামলার শিকার ওই শিক্ষক চিকিৎসাধীন রয়েছে। তার মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারের চেস্টা চলছে।