অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০১৯ রাত ১০:২৭

remove_red_eye

১০৫১

মনপুরা প্রতিনিধি : মনপুরায় উপজেলা যুবলীগের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষীকি ১২ ই নভেম্বর পালিত হয়েছে।
ঘূর্ণীঝড় “বুলবুল’এর কারনে ১১ই নভেম্বর পরিবর্তে এই দিন প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় প্রথমে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনি প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালনের কর্মসূচী শুরু হয়।

পরে আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয় সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ সাধারন সম্পাদক এ.কে এম শাহজাহান, সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক।

আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম মাতাব্বর, তৈয়বুর রহমান ফারুক, আবু শাহাদাত শিপন চৌধুরী, মোশারফ হোসেন মজনু ফরাজী, ।
যুবলীগ সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জমান মনির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সিনিয়র সহসভাপতি মোঃ নিজামউদ্দিন হাওলাদার, ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ শহিদ মোল্লাহ, ২নং হাজির হাট ইউনিয়ন যুবলীগ আহবায়ক মোঃ ইলিয়াছ চৌধুরী,৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক মোঃ নুরুলইসলাম মেম্বার, ১নং মনপুরা ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান।

প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের হাতকে শক্তিশালী করার জন্য মাঠ পর্যায়ের সকল নেতাকর্মীকে সুসংগঠিত করার আহব্বান জানান।
এই সময় আ’লীগ নের্তৃবৃন্দ, ৪টি ইউনিয়ন আ’লীগ সভাপতি সম্পাদক বৃন্দ,উপজেলা যুবলীগ নের্তৃবৃন্দ, ৪টি ইউনিয়ন যুবলীগ সভাপতি সম্পাদক, ৩৬টি ওয়ার্ড যুবলীগ সভাপতি সম্পাদকসহ স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মৎস্যজীজিবীলীগ, ছাত্রলীগ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।