অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভারতে মৌসুমী বন্যায় ১৫ জনের মৃত্যু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই জুলাই ২০২৩ বিকাল ০৫:৫০

remove_red_eye

২০৯

ভারতের উত্তরাঞ্চলে প্রবল মৌসুমী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। বিগত কয়েক দশকের মধ্যে নয়াদিল্লিতে এটি ছিল সবচেয়ে বেশি বৃষ্টিপাতের ঘটনা। রোববার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
গণমাধ্যমের খবরে বলা হয়, ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা হাঁটু পানিতে তলিয়ে গেছে। বিগত ৪০ বছরের মধ্যে জুলাই মাসে একদিনে এটি ছিল সর্বোচ্চ বৃষ্টিপাত।
খবরে বলা হয়, কমপক্ষে আরো একদিনের ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় কর্তৃপক্ষ সোমবার নয়াদিল্লির স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) পরিবেশিত খবরে বলা হয়, ভারতের উত্তরাঞ্চলীয় ছয়টি রাজ্যে এমন প্রাকৃতিক দুর্যোগে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ওমকার শর্মা এএফপি’কে জানিয়েছেন, এ দুর্যোগে পার্বত্য রাজ্য গুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কেবলমাত্র হিমাচল প্রদেশে ছয়জন প্রাণ হারিয়েছে। সেখানে ভূমিধসে প্রায় ৭শ’টি রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে ভারতের আবহাওয়া বিভাগ আসন্ন দিনগুলোতে দেশটির উত্তরাঞ্চলের বড় অংশজুড়ে আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
সরকারি উপাত্তে দেখা যায়, জুলাই মাসের প্রথম সপ্তাহে সারাদেশে মৌসুমী বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে প্রায় দুই শতাংশ বেশি হয়েছে।ৎ

সুত্র বাসস





আরও...