অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরা মুক্তি-২ প্রকল্পের সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মার্চ ২০২০ রাত ০২:৫১

remove_red_eye

৯২৫




মনপুরা সংবাদদাতা : মনপুরা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কারিতাস মুক্তি-২ প্রকল্পের সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন সভা বুধবার উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান  ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। কারিতাস মুক্তি-২ প্রকল্প এম এন্ড ই অফিসার মোঃ জহিরুল ইসলাম সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন,দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্যাহ কাজল,প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন,কারিতাস বরিশাল অঞ্চল দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্মসূচী কর্মকর্তা মি,মাসেল রতন গুদা,উর্দ্ধতন হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা মি.খোকন চন্দ্র দে প্রমুখ। আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাশেদ মোল্লা,পারভীন আকতার রেবু,সিপিপি পরিচালক এরফান উল্যাহ অনি চৌধুরী,মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ফিরোজ,সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া।
উল্লেখ্য কারিতাস মুক্তি প্রকল্প-২ উত্তর সাকুচিয়া ইউনিয়নে ৪ বছর পর্যন্ত সফলভাবে কার্যক্রম সম্পন্ন করেছেন। প্রকল্পটি ৩১শে মার্চ শেষ হবে। প্রকল্পের অর্জন ,শিক্ষনীয় দিক,ক্লাস্টার এবং ইউনিয়ন পর্যায়ের পরবর্তী পরিকল্পনা সহযোগীতা প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। সিআর ও প্রশিক্ষন প্রাপ্তদের নামের তালিকা সম্বলিত প্রকাশনা বিতরন করা হয়েছে।

এই সময় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধান প্রধানগন,এনজিও প্রতিনিধি,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।