অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে প্রবাসীর জমি দখলের অভিযোগে মানববন্ধন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৩ বিকাল ০৩:১৩

remove_red_eye

১২৬

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার জিন্নাগড় মৌজায় দুই ভাই জোরপূর্বক প্রবাসী ভাইর জমি দখলের বিচার দাবীতে মানবন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহীদ মিনার সামনে এই মানবন্ধন করা হয়। 
মানবন্ধনে প্রবাসী সামছুদ্দিন বলেন, আমার এবং ভাই শহীদ উল্লাহর জিন্নাগড় মৌজায় ৮একর জমি রয়েছে। যার মূল্য প্রায় ১৪ কোটি টাকা। আমি প্রবাসে থেকে অর্জিত টাকা দিয়ে এই জমি কিনেছি। ভাই জামাল ও শফিউল্যাহ ২০ বছর যাবৎ আমাদের জমি জোরপূর্বক দখল করে রেখেছে। আমরা ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছি। অভিযোগটি জেলা প্রশাসকের মাধ্যমে ওসি চরফ্যাশনকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ৩মাস অতিবাহিত হলেও তদন্ত রিপোর্ট প্রদান করা হয়নি। ফলে আমরা আজ সু-বিচার চেয়ে মানবন্ধন করেছি। আমাদের জমি আমরা যাতে বুঝে পেতে পারি এজন্য সুবিচার দাবী করছি। 
এই ব্যাপারে শফি উল্যাহ বলেন, এটা আমাদের দলিলের জমি। আমাদেরকে সামছুদ্দিন গংরা হয়রানী করছে।