অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


এমপিকে হত্যার হুমকি,ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২৩ রাত ০৯:২১

remove_red_eye

২৭০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে (এমপি) প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে এলাকাছাড়া (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন সরদারকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ৩৪ দিনপর গত বৃহস্পতিবার (৬ জুলাই) দিনগত রাতে রাজধানী ঢাকার কদমতলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাতেই তাকে ভোলার বোরহানউদ্দিন থানায় নিয়ে আসা হয়। যে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, সেটি আলাউদ্দিন সরদারের ভাড়াটিয়া বাসা।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মাসের ৩ জুন জনৈক এক ব্যক্তির সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি (বহিষ্কৃত) আলাউদ্দিন সরদার। তার হুমকির সেই ভিডিও ফুটেজ তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় এমপির নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখানে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি একাধিকবার বিক্ষোভ মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ঘটনার পর কয়েক ধাপে তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। 
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, অভিযুক্ত আলাউদ্দিন সরদার একটি মামলায় জামিনে আছেন। তার বিরুদ্ধে আরও দুইটি চাঁদাবাজি মামলা রয়েছে। সেসব মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।