অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে ৫ জেলের কারাদণ্ড কারেন্ট জালে অগ্নিসংযোগ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই মার্চ ২০২০ রাত ০২:৪৬

remove_red_eye

৭১৮



 চরফ্যাসন প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে মঙ্গলবার রাতে বাবুল, নরনবী, সোহান, হাসেম মাঝি, রুহুল আমিন নামের ৫ জেলেকে এক বছর করে কারাÐ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।  ওই রাতে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৩৫ মন জাটকা ইলিশসহ একটি ট্রলার ও একলাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছেন কোস্টগার্ড। বুধবার সকালে ভ্রাম্যমান আদালত জাটকাগুলো এতিম খানা, মাদ্রাসা ও গরিব দুস্থ্যদের মাঝে বিতরণ করেন, কারেন্ট জালগুলেতে অগ্নি সংযোগ এবং ট্রলারটি নিলামে বিশ হাজার বিক্রয় করেন। এ দিন বিকেলে অপরিছন্নতা ও মেয়াদ উর্ত্তীন্ন পন্য বিক্রয়ের দায়ে চরফ্যাশন বাজারের কুইন বেকারীর ১০ হাজার টাকা জরিমানা এবং বাজারের ফলের দোকান গুলোতে ফরমালিন পরীক্ষা করেছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।