অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বাংলার কণ্ঠে সংবাদ প্রকাশের পর রাজাপুরের সেই ভূয়া ডাক্তারসহ দুই ফার্মেসিকে জরিমানা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০১৯ রাত ১০:৩০

remove_red_eye

৭৫৮

আকতারুল ইসলাম আকাশ : ভোলা থেকে প্রকাশিত পাঠক প্রিয় দৈনিক বাংলার কন্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে ভোলার রাজাপুরের আলোচিত সেই ভূয়া ডাক্তারের ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন, ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে বাজার মনিটরিংয়ের সময় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারের সালমা ফার্মেসিতে অভিযান চালানো হয়।

এসময় ফার্মেসির পরিচালক ডাক্তার জসিম ভূয়া প্রমানিত হলে তাকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভূয়া চিকিৎসা না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

পূনরায় যদি এই প্রতারণা চালিয়ে যাওয়া হয়। তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৫৫ ধারায় ব্যবস্থা নেওয়া হবে বলের জানান সহকারী পরিচালক।

ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান বলেন, সালমা ফার্মেসির পরিচালক কথিত সেই নামধারী ডাক্তার জসিম ভূয়া প্রমাণীত হলে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং পূনরায় ভূয়া ডাক্তারী চালিয়ে গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ ৫৫ ধারায় ব্যবস্থা নেওয়া হবে।

এসময় ঐ বাজারের আরেক ব্যবসায়ী মোঃ আবুল কালাম ফার্মেসিতেও মেয়াদোত্তীর্ণ ঔষুধ থাকায় চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।