অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ১২টি মাছ ধরার ট্রলার জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২০ ভোর ০৪:১৫

remove_red_eye

৮২৪

তজুমদ্দিন  সংবাদদাতা : ভোলার তজুমদ্দিনের মেঘনায় ২মাসের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ১২টি ট্রলার আটক করে জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তর, কোষ্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে কাটাখালী সংলগ্ন মেঘনা থেকে এসব ট্রলার আটক করে। যার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। আটককৃত ট্রলারগুলো উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) আমির হোসেন জানান, নিষেধাজ্ঞাকালীন নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাটাখালী এলাকায় গেলে জেলেদের নদীতে মাছ ধরতে দেখা যায়। এসময় আটক করতে চাইলে তারা ইটপাটকেল মেরে প্রতিরোধ করার চেষ্টা করে। পরে কোষ্টগার্ড ও পুলিশের টহল টিমের উপস্থিতি দেখে জেলেরা নৌকা গুলি নদীর তীরে রেখে পালিয়ে যায়। এ সময় যৌথ অভিযানের মাধ্যমে জাল, ইঞ্জিণসহ ১২টি ট্রলার আটক করতে সক্ষম হই। কোষ্টগার্ড কমান্ডার জানান, অভিযানে আটককৃত জাল, ইঞ্জিণসহ ১২টি ট্রলার উপজেলা প্রশাসনের হেফাজতে দেয়া হয়েছে যার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা। কাটাখালী এলাকার গ্রাম পুলিশ আব্বাস উদ্দিন জানান,  আটককৃত নৌকাগুলি লালমোহন এলাকার তারা প্রশাসনের ধাওয়া খেয়ে তজুমদ্দিনের মেঘনার কাটাখালীতে ডুকে পরেন।