অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে লিভার ক্যান্সারে আক্রান্ত নুরে-আলমের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৩ বিকাল ০৪:১৪

remove_red_eye

১৭৩

লালমোহন প্রতিনিধি: মো. নুরে আলম (৩৫)। পেশায় দিনমজুর। বৃদ্ধ মাতা, স্ত্রী এবং ৩ সন্তান নিয়ে তার সংসার। ভোলার লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড পূর্ব চতলা গ্রামের মৃত মো. আমিন মিয়ার ছেলে সে। পরিবারের অভাব দূর করতে দিনমজুরিসহ কৃষি কাজ করতো নুরে আলম। দিনমজুরী করে ভালোই চলছিল তার সংসার। গত তিন বছর আগে প্রচন্ড এলার্জি ও জন্ডিস দেখা দেয়। তখন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার দেখালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন তার লিভার সমস্যা হয়েছে। এরপর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে চিকিৎসকগণ জানান তার লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। 
মুহুর্তেই  দিনমজুর নুরে আলমের সব স্বপ্ন যেন ধুলিসাৎ করে দিয়েছে এই মরণ ব্যাধি। চিকিৎসার খরচ ও পরিবার পরিজন নিয়ে বর্তমানে কঠিন বিপদে রয়েছে সে। চিকিৎসার জন্য আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে দারদেনা করে ঢাকায় চিকিৎসা করাতে নিয়ে যান তার স্বজনরা। ঢাকার ধানমন্ডি ৯/এ এর ইবনে সিনা হসপিটাল গেলে সেখানের ডাক্তাররা জানান, তার চিকিৎসার জন্য খরচ লাগবে সাড়ে ৫ লক্ষ টাকা। দিনমজুর নুরে আলমের পক্ষে সংসারের খরচ জোগানো এবং চিকিৎসার জন্য এত টাকা জোগাড় করা অসম্ভব। এ জন্য এলাকাবাসী ও তার পরিবার তাকে বাঁচাতে সমাজ, দেশ ও বিদেশের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন। তার কাছে সহযোগিতা পৌঁছাতে যোগাযোগ করতে পারেন মো. নুরে আলম - ০১৭৫০৬৯৬১৫১, এই নাম্বারটি নগদ একাউন্ট করা রয়েছে।

 





আরও...