অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ঈদ পুনমিলণী ও রজতজয়ন্তী উৎসবে মেতেছেন ভোলার এস.এস.সি ৯৮ ব্যাচের বন্ধুরা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জুলাই ২০২৩ রাত ১২:১৯

remove_red_eye

৬১৩

বাংলার কন্ঠ প্রতিবেদক।। এসএসসি ৯৮ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে ঈদ পুনমিলণী ও রজতজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়। শনিবার সকালে ভোলার বোরহানউদ্দিন আবদুল জব্বার সরকারি কলেজ ক্যাম্পাসে ৯৮ ব্যাচের মিলন মেলায় মেতে ওঠে পুরনো বন্ধু ও সহপাঠীরা। জীবন-জীবিকার তাগিদে অনেকেই দেশ কিংবা দেশের বাইরে কর্মব্যস্ত থাকলেও বন্ধুত্বের বন্ধন সবসময়ই দৃঢ ও মজবুত থাকে তারই প্রমাণ মিলে এই ৯৮ ব্যাচের বন্ধুদের ঈদ পুনমিলণী মধ্য দিয়ে। 

 

সকালে পবিত্র কোরআন তেলায়তের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর পরই পুরনো বন্ধুরা হৈ হুল্ল করে কেক কেটে, দিনটি স্মরণীয় করে তুলতে ছবি তুলে। কেউ বা পুরনা বন্ধুকে র্দীঘ দিন পর পেয়ে স্মৃতি চারণ করে। আলোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ র‌্যাফেল ড্র, খাবারের আয়োজনসহ দিন ব্যাপী নানা আয়োজনে উপভোগ করেন সহপাঠীরা। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন- এসএসসি ৯৮ ব্যাচের মো. সগির আহমেদ, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, মো. মাকসুদ, মাকসুদুর রহমান, মো. মমিন তালুকদার, আরশাদ চৌধুরী 

সোলাইমান শুভসহ অন্যান্যরা।এছাড়া বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অংশ নেয়া ৯৮ ব্যাচের বন্ধুরা।

 দীর্ঘ বছর পর বন্ধুরা সবাই আনন্দে মেতে, একত্রিত হয়েছে কর্মজীবনের ফাঁকে এই আয়োজনে মিলিত হতে পারায় খুশি সকলে।