অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় জাতীয় ভোটার দিবসে র‌্যালী আলোচনা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা মার্চ ২০২০ রাত ০৩:০৫

remove_red_eye

৫১২



বাংলার কণ্ঠ প্রতিবেদক : নতুন ভোটারদের উৎসাহ প্রদানের লক্ষ্য নিয়ে "ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ায় অংশ নেব"এই  স্লোগান নিয়ে ভোলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সোমবার সকালে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ভোলা জেলা প্রশাসক মো:মাসুদ আলম ছিদ্দিক। এর পর ভোলা  জেলা নির্বাচন অফিসের আয়োজনে আজ সোমবার (২মার্চ) সকালে জেলা প্রশাসনের কার্যলেয়র সামনে  থেকে শহরে বর্নাঢ্য এক র‌্যালী বের হয়। র‌্যালীতে এসময়  বিভিন্ন শ্রেনী পেশার মানুষ  অংশ নেয়। র‌্যালীট ভোলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসক কার্যলেয়র সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা নির্বাচন অফিসার মো:আলাউদ্দিন আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় অংশ নেয় জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার এর উপ-পরিচালক  মো:মাহামুদুর রহমান,জেলা প্রথমিক শিক্ষা অফিসার মাদব চন্দ্র,জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো: আজিজুল ইসলাম,স্কাউট এর সেক্রেটারি জাকির হোসেন প্রমুখ
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোট দেয়া মানুষের নাগরিক অধিকার। তাই সকলে ভোটার হয়ে ভোট দিতে হবে। ভোট দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য সবাইকে অনুরোধ জানায়।