অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় ১১ জেলেকে ১ বছর কারাদন্ড


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা মার্চ ২০২০ রাত ০৩:০৪

remove_red_eye

৪২৮


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায়  নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে  সোমবার সকালে ১১ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২টি ট্রলারসহ কারেন্টজাল ও মাছ জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত তাদেরকে ১ বছর কারাদন্ড  ও  জরিমানা প্রদান করেন।
ভোলা সদর মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মৎস্য বিভাগের একটি টিম সোমবার ভোরে মেঘনা নদীতে অভিযানে নামে। এ সময় ভোলার খাল নামক এলাকা থেকে ১১ জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ চার হাজার মিটার জাল, নৌকা ও প্রায় দের মণ মাছ উদ্ধার করে জব্দ করা হয় । আটককৃতরা দৌলতখান উপজেলার ভবানিপুর ইউনিয়নের বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম তাদের ১ বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা  এবং জরিমান অনাদায়ে আরো ১ মাস কারাদন্ড প্রদান করেন।  এছাড়া জব্দকৃত মাছ এতিম খানায় বিতরণ করা হয় এবং জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে।