অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে ‘বঙ্গবন্ধু কাপ ফুটবল ম্যাচ’ অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

৩১৮

লালমোহন  প্রতিনিধি: ভোলার লালমোহনে ‘বঙ্গবন্ধু কাপ ফুটবল ম্যাচ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের হাজীরহাট এলাকার আব্দুল হান্নান হাওলাদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টেলিকনফারেন্সে যুক্ত হয়ে খেলার উদ্বোন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
নূরুন্নবী চৌধুরী শাওন ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে নূরুন্নবী চৌধুরী শাওন একাডেমি ফুটবল একাদশ লালমোহন বনাম দ্বীপবন্ধু স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ তজুমদ্দিন। এতে ১-০ গোলে নূরুন্নবী চৌধুরী শাওন একাডেমি ফুটবল একাদশ লালমোহন জয় লাভ করে।
ধলীগৌরনগর ইউনিয়ন উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি মো. মাকসুদুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এ সময় তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, লালমোহন উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





আরও...