অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদান


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৫৩

remove_red_eye

৩২৯

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে ৪০জন প্রতিবন্ধী শিশুকে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে চাইল্ড ইমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আবুগঞ্জ বাজারের ডাস প্রশিক্ষণ কেন্দ্রে এ শিক্ষা উপকরণ ও অর্থ প্রদান করা হয়।
লিলিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে ও সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেল্পমেন্টের সহযোগিতায় এ কার্যক্রমের বাস্তবায়ন করে লালমোহনের সামাজিক উন্নয়ন সংস্থা ‘দ্বীপ উন্নয়ন সোসাইটি’।
এ সময় দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. ইউনূছ মিয়া, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি, দ্বীপ উন্নয়ন সোসাইটির প্রজেক্ট ম্যানেজার মো. জামাল উদ্দিন, চাইল্ড ইমপাওয়ারমেন্ট প্রকল্পের ম্যানেজার মো. আব্দুল হাইসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।





আরও...